ফোর-জি, থ্রি-জি এর পর এবার বন্ধ হয়ে গেলো ধীর গতির ইন্টারনেট সেবা টু-জিও।
শনিবার( ২৯ ডিসেম্বর ) রাত ১০টা ৫০ থেকেই বিভিন্ন জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার না করতে পারার অভিযোগ আসতে থাকে। এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ফোন ধরেননি।
এর আগে শনিবার দুপুরের পর থেকে রবিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা পর্যন্ত এই নেটওয়ার্ক বন্ধ রাখতে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে নির্দেশ দিয়েছিলো বিটিআরসি।
তখন বিটিআরসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জানিয়েছিলেন ,মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ৷ তবে চিঠি দিয়ে দ্রুত জানানো হবে।
ব্রডব্যান্ড এর গতি নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত আসেনি।
এদিকে, বিটিআরসি থেকে টু-জি বন্ধ করে দেওয়ার বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮ টায় উচ্চ গতির ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছিলো তবে পরদিন শুক্রবার সকালে তা আবার খুলে দেয়া হয়।