মোবাইল ফোনের ইন্টারনেট চালু হয়েছে, সেই সঙ্গে ফিরেছে ইন্টারনেটের গতি।
শনিবার (২৯ ডিসেম্বর) সকালে থ্রিজি ও ফোরজি বন্ধ এবং রাত পৌনে ১১টা থেকে অপারেটরদের মোবাইল ফোনে সব ধরনের ইন্টারনেট বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেয় বিটিআরসি।
রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে মোবাইল ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরে পাওয়ার পাশাপাশি চালু করে দেওয়া হয়েছে থ্রিজি ও ফোরজি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে জন্য এমন নির্দেশনা ছিল বিটিআরসির পক্ষ থেকে।
এর আগে বৃহস্পতিবার এক নির্দেশনায় দেশে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল অপারেটররা। তখন শুধু টুজি ইন্টারনেট চালু ছিল। টুজি ইন্টারনেটে ছবি এবং ভিডিও পাঠানো সম্ভব হয় না।
মোবাইল ফোনের ইন্টারনেটের গতি কমানো হলেও ব্রডব্যন্ডের বিষয়ে কোনো নির্দেশনা ছিল না। তবে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েগুলোকে জরুরি পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছিল।