বিক্রি হচ্ছে পাকিস্তান টেলিনর, থেকে যাচ্ছে গ্রামীণফোন

, টেক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-14 18:14:26

বিক্রি হচ্ছে পাকিস্তান টেলিনর, থেকে যাচ্ছে গ্রামীণফোন

 

বিক্রি হয়ে যাচ্ছে পাকিস্তান টেলিনর। বৃহস্পতিবার নরওয়ের এই কোম্পানি জানায় যে, তারা তাদের পাকিস্তান ইউনিট বিক্রি করে দিতে সম্মত হয়েছে।

সেদেশের রাষ্ট্রায়ত্ব টেলিফোন কোম্পানি পাকিস্তান টেলিকমিউনিকেশন কোম্পানির কাছে ৪৯০ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করছে। 

টেলিনর তাদের এশিয়ার ব্যবসা পুনর্গঠিত করছে। এরই অংশ হিসেবে পাকিস্তান ইউনিট বিক্রি করা হচ্ছে। তবে টেলিনরের পাকিস্তান ইউনিট বিক্রি হয়ে গেলেও বাংলাদেশে গ্রামীণফোন থেকে যাচ্ছে। অন্যদিকে থাইল্যান্ড ও মালয়েশিয়াতে সম্ভাব্য একীভূতকরণের মাধ্যমে ওইসব দেশে তাদের ইউনিট বড় করছে। 

এ প্রসঙ্গে টেলিনরের সিইও সিগভে ব্রেক বলেন, ‘পাকিস্তানে তারা টেলিনরকে একীভূত করার চেষ্টা করেছি। তবে শেষ পর্যন্ত পারিনি। যখন আমরা দেখলাম যে এটি ঘটছে না, তখন এটি বিক্রি করাই ছিল আমাদের কাছে দ্বিতীয় সেরা বিকল্প।’

টেলিনর পাকিস্তান ১৮ বছর আগে যাত্রা শুরু করে। বর্তমানে এর ৪ কোটি ৫০ লাখ গ্রাহক রয়েছে। আগামী বছরের মধ্যে এই বিক্রির প্রক্রিয়া শেষ করতে চায়। 

তবে টেলিনর এশিয়ায় বাংলাদেশের গ্রামীণফোন, মালয়েশিয়ায় সেলকমডিজি ও থাইল্য্যান্ডে ট্র কর্প এর ব্যবসা তাদের পোর্টফোলিওতে থাকছে।

এ সম্পর্কিত আরও খবর

right arrow