১০,৬৬৯ টাকায় ভিভোর স্মার্টফোন

, টেক

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-14 20:18:02

শীতের ঠান্ডা আমেজে দারাজে গ্রান্ড সেল অফার নিয়ে হাজির গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। বছরের শেষে আয়োজিত দারাজ ১২.১২ ক্যাম্পেইনটি চলবে আগামী ২১শে ডিসেম্বর পর্যন্ত।

ভিভোর বেশ কিছু স্মার্টফোনে মিলবে বিশেষ এই গ্রান্ড সেল অফারটি। সর্বোচ্চ ১১% ডিসকাউন্টে মাত্র ১০,৬৬৯ টাকায় পাওয়া যাবে ভিভো ওয়াই০২এ (৩জিবি/৩২জিবি)। পাশাপাশি ওয়াই সিরিজের ওয়াই১৭এস, ওয়াই২৭, ওয়াই০২, ওয়াই২২ স্মার্টফোনে পাওয়া যাবে বিশেষ মূল্যছাড়।

পাশাপাশি ভি সিরিজের সম্প্রতি যাত্রা শুরু করা ভিভো ভি২৯ই এর (৮জিবি/২৫৬জিবি) ভেরিয়েন্টটিতেও মিলবে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার। থাকছে ৬ মাসের ইন্সট্রলমেন্টের সুবিধাও। এছাড়া অনলাইন পেমেন্টে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড় এবং ফ্রি হোম ডেলিভারির সুবিধার পাশাপাশি মিলবে ভিভোর রিয়েল ব্র্যান্ড ওয়্যারেন্টি। 

স্মার্টফোনেই প্রফেশনাল ফটোগ্রাফি নিয়ে কাজ করছে তরুণদের পছন্দের ব্র্যান্ড ভিভো। তাই গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে এবার দারাজের ১২.১২ ক্যাম্পেইনে চমৎকার এই অফারটি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

এ সম্পর্কিত আরও খবর