আসছে কৃত্রিম বুদ্ধিমত্তার স্মার্টফোন

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-25 17:15:29

তবে কি হাতেধরা বড় স্মার্টফোনের যুগ শেষ হতে চলেছে! কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত (এআই) ছোট্ট পিনই হবে অদূর ভবিষ্যতের স্মার্টফোন বলে জানিয়েছেন প্রযুক্তিবিষয়ে পর্যবেক্ষকেরা।

২০২৪ সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস কনজ্যুমার টেক ট্রেড শো সে ধরনেরই ইঙ্গিত করেছে।

লাস ভেগাসের টেক ট্রেড শো-তে ৪ হাজার সংস্থা অংশগ্রহণ করে। এতে একলাখ ৩০ হাজার দর্শক এসেছিলেন নতুন উদ্ভাবিত প্রযুক্তি পণ্যের প্রদর্শনী দেখতে।

পর্যবেক্ষকরা জানাচ্ছেন, লাস ভেগাসের প্রদর্শনীর মাধ্যমে এটা দেখা গেছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি জনজীবনের সবকিছুই ছুঁয়ে গেছে! গাড়ি থেকে ব্যক্তিগত সহকারী, এমন কী রিফ্রিজারেটর থেকে ক্ষুদ্র ডিভাইসে পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করছে।

তারা জানাচ্ছেন, খুব তাড়াতাড়িই আমরা দেখতে পাবো যে, হাতের মুঠোয় ধরা বড় স্মার্টফোনের জায়গা দখল করেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও জেনারেটিভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ফোন। এর ফলে আমরা দেখতে পাবো, কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ছোট্ট পিনই হবে অদূর ভবিষ্যতের স্মার্টফোন! এটিই হবে স্মার্টফোনের পরবর্তী ট্রেন্ড।

সোমবার (২২ জানুয়ারি) ফ্রান্স২৪.কম এ বিষয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে।

 

এ সম্পর্কিত আরও খবর