স্মার্টওয়াচ আর তৈরি করবে না ঘড়ি নির্মাতা কোম্পানি ফসিল। ২০২১ সালে জেনারেশন ৬ স্মার্টওয়াচ তৈরির মাধ্যমে স্মার্টওয়াচ জগতে প্রবেশ করে কোম্পানিটি।
শনিবার (২৭ জানুয়ারি) টেক মিডিয়া দ্য ভার্জ একটি প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানায়।
ভার্জ জানায়, এরই মধ্যে স্মার্টওয়াচের বাজারে নিজেদের উপস্থিতি বেশ জোরেসোরে জানান দিয়েছিল- ফসিল। স্মার্টওয়াচ তৈরি বন্ধের সিদ্ধান্ত বাজারে একটি শূন্যতা তৈরি করবে।
শনিবার বিকেলে ফসিল কোম্পানি এক ঘোষণায় জানায়, তারা স্মার্টওয়াচের ব্যবসা থেকে সরে আসছে। তার বদলে তাদের আগের ব্যবসা প্রচলিত ঘড়ি তৈরি, জুয়েলারি এবং চামড়াজাত পণ্যের প্রতি বেশি নজর দেবে।
এ ব্যাপারে কোম্পানির মুখপাত্র আমান্দা কেসটেলি দ্য ভার্জকে বলেন, আমরা বিগত কয়েক বছর ধরে স্মার্টওয়াচের বিবর্তনের সঙ্গে যুক্ত ছিলাম। কৌশলগত কারণে সে সিদ্ধান্ত থেকে সরে আসছি আমরা।
তিনি বলেন, এর বদলে কোম্পানি তার সব সুযোগ মূল ব্যবসায় বিনিয়োগ করতে চায়। এ জন্য কোম্পানি প্রচলতি ঘড়ি তৈরি, জুয়েলারি ও চামড়াজাত পণ্যে কাজে লাগাবে এবং সেটা কোম্পানির নিজের ব্র্যান্ডের নামেই হবে।