জিপি বনাম রবি, বাংলালিংক বিরোধের সুরাহা হয়নি

আইসিটি সংবাদ, টেক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-02-19 19:42:10

গ্রামীণফোনের ৮৫০ ব্যান্ডে স্পেকট্রাম চাওয়ার বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌছায়নি বলে জানিয়েছে।

গ্রামীণফোন বিটিআরসির কাছে ৮৫০ ব্যান্ডে স্পেকট্রাম চাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। রবি, বাংলালিংক ও টেলিটক বলছে, গ্রামীণফোন যদি ৮৫০ ব্যান্ডে ১০ মেগাহার্টজ স্পেকট্রাম বরাদ্দ দেওয়া হয় তাহলে তাদের নেটওয়ার্কে সমস্যা তৈরি করবে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সাথে বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ আয়োজিত এক মতবিনিময় সভায় একথা জানানো হয়। গত বছরের ডিসেম্বরে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বিটিআরসির মহাপরিচালক (স্পেকট্রাম বিভাগ) ব্রিগেডিয়ার মোহাম্মাদ মনিরুজ্জামান বলেন, মার্চের শুরুতেই সব মোবাইল অপারেটর এমটবের ব্যানারে একসাথে বসবে। এরপর অপারেটরেরা আমাদেরকে একটা প্রস্তাবনা দেবে। ওই প্রস্তাবনা নিয়ে ভেন্ডরদের সঙ্গে বসবো। এ বিষয়ে দেশের ও গ্রাহকদের জন্য যা ভালো হয় সেটিই আমরা করবো।

এ সম্পর্কিত আরও খবর