নামমাত্র মূল্যছাড়ে শেষ হচ্ছে স্মার্টফোন মেলা

বিবিধ, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-26 10:15:50

রাজধানীতে শেষ দিনের মতো চলছে স্মার্টফোন ও ট্যাব মেলা। তবে শুরুতে মেলা নিয়ে সবার মাঝে উৎসাহ থাকলেও হতাশ হয়েছেন অনেকেই।

দর্শনার্থীদের দাবি, নামমাত্র মূল্যছাড় এবং গিফটের মধ্যেই সীমাবদ্ধ ছিল মেলাটি। এমনকি শেষ মুহূর্তেও নেই তেমন পার্থক্য।

শনিবার (১২ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন মেলা ঘুরে এ চিত্র দেখা যায়।

মেলায় ঘুরতে আসা দর্শনার্থী রিয়াজ অভিযোগ করে বলেন, ‘মেলায় অ্যাপেলের ১ লাখ টাকার পণ্যে ছাড় দেয়া হয়েছে মাত্র ১ থেকে ২ হাজার টাকা। এটা কাম্য নয়।’

শুধুমাত্র অ্যাপেলের পণ্যই নয়, একই অবস্থা মটোরোলা, হুয়াওয়ে, স্যামসাংসহ আরও অনেক পণ্যে।

তবে ব্যতিক্রম ছিল উই এবং প্রিয় শপে। মেলার শেষ দিন উপলক্ষে তাদের প্রত্যেকটি পণ্যই ছিল ৭০% পর্যন্ত ছাড়।

এক্সপো মেকারের ১১তম এ মেলাতে নামীদামি সব দেশি-বিদেশি স্মার্টফোন ব্র্যান্ড অংশ নিয়েছে। সঙ্গে রয়েছে ব্র্যান্ডগুলোর নানা ধরনের অফার। মূল্যছাড়ের পাশাপাশি গিফট বক্স, র‍্যাফেল ড্র ও প্রতিযোগিতার ব্যবস্থা রাখছে ব্র্যান্ডগুলো।

মেলায় হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, উই, গোল্ডেন ফিল্ড, মটোরোলা, নকিয়া, আইফোন, ইউসিসি, আইটেল, ইনফিনিক্স, ইউমিডিজি, ডিটেল, এডিএ, ম্যাক্সিমাস ও ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকমসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের স্টল রয়েছে। মেলা শেষ হবে আজ রাত ৮ টায়।

এ সম্পর্কিত আরও খবর