বেশ কিছু দিন আগেই টিজার প্রকাশিত হয়েছিলো এবার ভিভো এপেক্স ২০১৯ এর । এবার এই ফোনের লঞ্চের দিন ঘোষণা করল কোম্পানি। আগামী ২৪ জানুয়ারি লঞ্চ হবে ভিভো এপেক্স ২০১৯ । একাধিক টিজার প্রকাশিত হলেও এই ফোন সম্পর্কে এখনও বিশেষ কোনো তথ্য জানা যায়নি।তবে জানা গিয়েছে এই ফোনে থাকবেনা কোনো বাটন।
চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই লঞ্চের কথা জানিয়েছে ভিভো। টিজার দেখে মনে হচ্ছে এই ফোনে নতুন ধরনের আনলক ফিচার যোগ হতে চলেছে। অথবা থাকতে পারে নতুন প্রযুক্তির ফুল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। গত বছর লঞ্চ হওয়া ভিভো নেক্স ফোনে প্রথম ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা গিয়েছিল।
এছাড়াও প্রকাশিত টিজার ও একাধিক রিপোর্টে জানা গিয়েছে খুব পাতলা বেজেলের সাথেই ভিভো এপেক্স ২০১৯ ফোনে থাকবে রাউন্ডেড কর্নার। এছাড়াও থাকবে লিকুইড মেটাল চ্যাসিস। আরো থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। চিপসেটটি ৭ ন্যানোমিটার প্রযুক্তির বলেও বলা হচ্ছে। যাতে থাকবে অক্টাকোর প্রসেসর, যা ২.৮৪ গিগাহার্জ।