আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ‘২০২১ সালের মধ্যে জি ক্লাউড বা গভর্নমেন্ট ক্লাউড সার্ভিস প্রত্যেকটি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হবে। ফলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দুর্নীতি দূরীকরণের পাশাপাশি কাজে আসবে দ্রুত গতি এবং সাশ্রয় হবে অর্থ।’
বুধবার (২৩ জনুয়ারি) গাজীপুরের নির্মিত বঙ্গবন্ধু হাইটেক সিটি প্রকল্প পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘এটি (বঙ্গবন্ধু হাইটেক সিটি) পৃথিবীর অষ্টম বৃহত্তম জাতীয় ডেটা সেন্টার যা আমেরিকার আপটাইম ইনস্টিটিউট দ্বারা সত্যায়িত। আমরা আশা করছি আগামী জুনের মধ্যে এটি পূর্ণাঙ্গরূপে শুরু করতে পারব। বর্তমানে এ ডাটা সেন্টারের সক্ষমতা দুই পেটাবাইট হলেও এর সক্ষমতা অতি দ্রুতই ৫০ পেটাবাইটে উন্নীত করা হবে। এর ফলে আমরা যে ধরনের সেবা ডিজিটাল প্লাটফর্মে জনগণের কাছে পৌঁছে দিচ্ছি এবং আরও যে সকল সেবা অনলাইনে আসতে যাচ্ছে তা মানুষের কাছে পৌঁছে দেয়া সহজ হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি এ ডাটা সেন্টার পুরোপুরি চালু হলে দেশে যে দুর্নীতি রয়েছে তা অনেকাংশেই কমে আসবে।’
পলক বলেন, ‘বাংলাদেশে যে এক হাজার জিবিপিএস ইন্টারনেটের চাহিদা রয়েছে তার চল্লিশ জিবি পিএস ব্যবহার হয় এ ডাটা সেন্টারে।’
জাতীয় ডাটা সেন্টার নিরাপত্তা সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী বলেন, ‘এর অবকাঠামোগত নিরাপত্তা ব্যবহার করা হয়েছে মিলিটারি-গ্রেড সিকিউরিটি সিস্টেম। আর সাইবার সিকিউরিটিতে আছে অত্যাধুনিক সফটওয়্যার এবং আন্তর্জাতিক মানের প্রোগ্রামার। এছাড়া ব্যাক-আপ হিসেবে থাকবে যশোরে নির্মিত থার্ড টিয়ার জাতীয় ডাটা সেন্টার।’