চায়না টেলিকম কোম্পানি হুয়াওয়ে ও এর প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়াংজুর বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগপত্র গঠন করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। স্মার্টফোনের ব্যবসায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই কোম্পানির বিরুদ্ধে ব্যাংক জালিয়াতি, বিচারে বাধা প্রদান ও প্রযুক্তি চুরির অভিযোগ আনা হয়েছে।
সোমবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য কর্মকর্তা উইলবার রোজ সংবাদ সম্মেলনে বলেন, কয়েক বছর ধরেই চীনের এই কোম্পানি রফতানি আইন লঙ্ঘন করছে, নিষেধাজ্ঞাও অমান্য করছে। এমনকি, তাদের এসব অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে নিতে মার্কিন অর্থনীতিও কাজে লাগিয়েছে। এসবের শেষ হবে।
তবে, ইতিমধ্যেই হুয়াওয়ে ও এর প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়াংজু উভয়ই এসব অভিযোগ অস্বীকার করেছে।
এই অভিযোগপত্রের কারণে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে উত্তেজনা বাড়াবে এবং বিশ্বে এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ইরানে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জেরে গত মাসে যুক্তরাষ্ট্রের অনুরোধে মেং ওয়াংজুকে গ্রেফতার করে কানাডা সরকার। বর্তমানে তিনি সেখানে কড়া নজরদারিতে আছেন।
সূত্র: বিবিসি