ইনফিনিটি ভি নচের বাজেট ফোন উন্মোচন করলো স্যামসাং

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 18:09:17

বাজেটর মধ্যে এন্ট্রি লেভেলের দুটি  ফোন উন্মোচন করেছে স্যামসাং। ফোনের মডেল দুটি হলো গ্যালাক্সি এম১০ ও গ্যালাক্সি এম২০।

দুটি ফোনেই আছে ভি শেপের ওয়াটার ড্রপ নচ ও প্লাস্টিকের ব্যাক প্যানেল। গ্যালাক্সি এম১০ ফোনে আছে ৬ দশমিক ২ ইঞ্চির ডিসপ্লে, যার রেজুলেশন ১৫২০*৭২০ পিক্সেল। প্রসেসরে আছে এক্সিনোস ৭৮৭০। ফোনটির একটি সংস্করণে পাওয়া যাবে ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি রম। অন্য সংস্করণে পাওয়া যাবে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম। ব্যাকআপের জন্য এতে আছে ৩৪০০ এমএএইচ ব্যাটারি।

কিছুটা উন্নত স্পেসিফিকেশনের গ্যালাক্সি এম২০ ফোনে আছে ৬ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলেশন ২৩৪০*১০৮০ পিক্সেল। প্রসেসরে আছে এক্সিনোস ৭৯০৪ চিপসেট। ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম এবং ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রমের দুটি ভিন্ন সংস্করণে পাওয়া যাবে ফোনটি। ব্যাকআপের জন্য থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এবারই প্রথম এন্ট্রি লেভেলের কোনো ফোনে এতো শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে।

দুটি ফোনেরই রিয়ার ক্যামেরায় থাকবে ১৩ ও ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।

গ্যালাক্সি এম১০ এর ফ্রন্ট ক্যামেরায় থাকবে ৫ মেগাপিক্সেল। গ্যালাক্সি এম২০ এর সেলফি ক্যামেরায় থাকবে ৮ মেগাপিক্সেল। অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড ওরিও ৮.১।

সর্বপ্রথম ফোন দুটি ছাড়া হচ্ছে ভারতের বাজারে। দেশটিতে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ফোন দুটির বিক্রি শুরু হবে। 

ফোনগুলোর দাম হবে সাড়ে ১২ হাজার টাকার মধ্যে হতে পারে বলে ধারণা করছে প্রযুক্তি সংশ্লিষ্টরা । 

এ সম্পর্কিত আরও খবর