দামের কারণে বাজার হারাচ্ছে অ্যাপল স্বীকার টিম কুকের

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 15:58:49

সারা বিশ্বে হুহু করে কমছে অ্যাপলের বাজার। সম্প্রতি হুয়াওয়ে, ভিভো আর চীনা অ্যাপল খ্যাত শাওমি  এর মত প্রযুক্তি পণ্য নির্মাতা কোম্পানী গুলো কম দামে প্রযুক্তি পণ্য হাতে তুলে দেয়ায় বাজার ধরে রাখতে হিম শিম খেতে হচ্ছে অ্যাপলের। তাই  অ্যাপলের আয় কমার পেছনে আইফোন দাম বড় একটি কারণ বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও টিম কুক।

আইফোনের দাম একটু বেশিই হয়ে গেছে কিনা তা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

টিম কুকের মতে, আইফোন ১০ এর চেয়ে আইফোন ১০এস ম্যাক্সের দাম একশ’ ডলার বেশি রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজার অনুযায়ী হিসাব করলে এই দাম ঠিক আছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে ফরেইন এক্সচেঞ্জ রেটের কারণে আইফোনের দাম বেশি হয়ে যাচ্ছে। এতে উন্নয়নশীল দেশগুলোতে আইফোনের বিক্রি কমে যাচ্ছে।

তিনি বলেন, দাম বেশি হয়ে যাওয়ার কারণেই আমরা ট্রেড ইন (বিনিময় অফার) ও ইন্সটলমেন্টে আইফোন কেনার সুযোগ চালু করেছি।

গত ডিসেম্বরে ছিলো ছুটির মৌসুম। এ সময় প্রত্যাশার চেয়ে ১১ শতাংশ কম বিক্রি হয় আইফোন। এতে প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রান্তিকের আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ কমে যায়। ২০১৭ সালের তুলনায় আগের বছরে আয় কমে ৫ শতাংশ।

এর আগে বিনিয়োগকারীদের কাছে পাঠানো এক চিঠিতে টিম কুক আগেই জানিয়ে দেন জানান, এবার প্রথম প্রান্তিকের আয় প্রত্যাশার চেয়ে কম হবে। কারণে ক্রেতাদের আইফোন কেনার পরিমাণ কমেছে

এ সম্পর্কিত আরও খবর