মোবাইলে ফোরজি ইন্টারনেট চালুর ঘোষণা আসতে পারে রোববার সকাল ১০টায়। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।
এর আগে, প্রতিমন্ত্রী গত রোববার (২১ জুলাই) সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পাশাপাশি আগামীকাল রোববার অথবা সোমবারের মধ্যে মোবাইলে ফোরজি ইন্টারনেট চালুর কথা বলেন।
সূত্র জানায়, অ্যাসোসিয়েশন অব মোবাইলফোন অপারেটরস অব বাংলাদেশের (এমটব) সাথে বৈঠক শেষেই প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মোবাইলে ফোরজি চালুর বিষয়ে স্পষ্ট ঘোষণা দেবেন।
গত রোববার জুনাইদ আহমেদ পলক তার নিজস্ব বক্তব্য শেষ হলে প্রথম প্রশ্নই আসে -কবে মোবাইল ইন্টারনেট বা ফোরজি চালু হচ্ছে। এ বিষয়ে তিনি স্পষ্ট করেই বলেছিলেন, আগামী শুক্র বা শনিবার অ্যাসোসিয়েশন অব মোবাইলফোন অপারেটরস অব বাংলাদেশের (এমটব) সাথে তিনি এ বিষয়ে বসবেন। এরপর তিনি রোববার থেকে ফোরজি চালু করার বিষয়টি স্পষ্ট করেন।
মোবাইল ফোন বন্ধ থাকাকালে অব্যবহৃত ইন্টারনেট ডেটা মোবাইল গ্রাহকেরা ব্যবহার করতে পারেননি। ওইসব অব্যবহৃত ডেটার কি হবে। এজন্য গ্রাহকদের কাছ থেকে টাকাও কেটে নিয়েছে সব মোবাইল ফোন অপারেটরেরা। অথচ ওইসব ডেটা ব্যবহার করা যায়নি ফোরজি সেবা বন্ধ থাকার কারণে।
এ বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এমটবের সাথে মিটিংয়ে এসব বিষয় নিয়ে কথা হবে। ওই সভায়ই এ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত হবে, যা পরবর্তীতে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।
প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পরপরই ফেসবুক চালু হওয়া নিয়ে প্রশ্ন আসলে তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, ফেসবুক এদেশে ব্যবসা করে, এখান থেকে অর্থ উপার্জন করে। কিন্ত এদেশের সংস্কৃতি, ধর্মীয় অনুভূতির বিষয়গুলো কখনোই আমলে নেয় না।
তিনি আরও বলেন, যারা বাংলাদেশের আইন-কানুন মেনে, সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে সেইসব দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সামাজিক যোগাযোগের এ ধরনের মাধ্যমে বিনিয়োগের আহবান জানান।