বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আবারও তিন দিন মেয়াদের মোবাইল ডেটা প্যাক চালুর নির্দেশনা দিয়েছে।
সোমবার (২৯ জুলাই) বিটিআরসি একদিনের প্যাকেজও চালু করতে বলেছে মোবাইল অপারেটরদের।
দেশে তিন দিনের প্যাকেজটি সবচেয়ে জনপ্রিয় ছিল। গত বছরের ১৫ অক্টোবর এই প্যাকেজটি তুলে দেওয়া হয়।
বিটিআরসির এক হিসাব থেকে জানা গেছে, মোবাইল ইন্টারনেটে ৬৯ শতাংশ গ্রাহকই এই প্যাকেজটি ব্যবহার করতো। এর আগে গত ফেব্রুয়ারিতে গণমাধ্যমের সঙ্গে এক বৈঠকেও বিটিআরসির পক্ষ থেকে তিন দিনের প্যাকেজ পুনরায় চালুর একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল।
গত বছর নিয়ন্ত্রক সংস্থা যখন তিন দিনের প্যাকেজটি তুলে দেয় তখন বিটিআরসি বলেছিল, গ্রাহকদের স্বার্থ বিবেচনা করেই তিন দিন মেয়াদের ডেটা প্যাকেজটি তুলে দেওয়া হয়েছে। ওই সময় তৎকালীন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এও বলেছিলেন যে, মেয়াদের চক্র ও প্যাকেজের চক্র করাই হয়েছে বাড়তি মুনাফার জন্য। তাছাড়া ক্ষুদ্র ক্ষুদ্র মেয়াদ, অসংখ্য প্যাকেজে গ্রাহকেরা বিভ্রান্ত হয়েছে বলেই নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে।
তিন দিনের প্যাকেজ বন্ধ করার পর দেশে মোবাইল ইন্টারনেটের ব্যবহারকারীর সংখ্যা কমে গিয়েছিল।