এখন থেকে পিৎজা গাই থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন রবি’র গ্রাহকরা। ধন্যবাদ প্রোগ্রামের আওতায় অফারটি চালু করেছে রবি।
রোববার(৩ ফেব্রুয়ারি) রাজধানীর রবি কর্পোরেট অফিসে রবি’র কাস্টমার লাইফসাইকেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস’র ভাইস প্রেসিডেন্ট রফিকুল হক এবং পিৎজা গাই’র ম্যানেজিং ডিরেক্টর নাভিদ হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ বিষয়ক চুক্তিটি সই করেন।
চুক্তির আওতায় পিৎজা গাই’র সব আউটলেট থেকে রবি’র প্লাটিনাম এইস ও প্লাটিনাম গ্রাহকরা ১৫ শতাংশ এবং গোল্ড ও ব্রোঞ্জ গ্রাহকরা ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র লয়েলটি অ্যান্ড উইনব্যাক’র জেনারেল ম্যানেজার তওফিক ইমাম, লয়েলটি অ্যান্ড উইনব্যাক’র ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার ও আহমেদ ইউ চৌধুরী এবং পিৎজা গাই’র ডিরেক্টর ফারজিনা আমিন, অপারেশন ম্যানেজার জায়েদ বিন আমিন এবং অন ডিউটি ম্যানেজার সাহিল রহমান উপস্থিত ছিলেন।