পিসি গেমিং, রোবো এক্সপো, টেক কসপ্লে, ক্যাপচার অ্যান্ড উইন এর মত নানা আয়োজন নিয়ে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে শুরু হতে যাচ্ছে ২ দিনব্যাপী ‘ডিআরএমসি এনা ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল’।
মঙ্গলবার( ৫ ফেব্রুয়ারি) হতে শুরু হতে যাওয়া এই আয়োজন উৎসবের উদ্বোধন করবেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আশফাক ইকবাল।
ডিআরএমসির অডিটরিয়ামে ২ দিনব্যাপী এই কার্নিভালের প্রথম দিনে থাকবে লাইভ ওয়েবসাইট ক্রিয়েটিং, আইটি অলিম্পিয়াড, কুইজ কমপিটিশন, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, আইডিয়া পিচিং, পিসি গেমিং ইত্যাদি।
আর দ্বিতীয় দিন বুধবার থাকবে, রোরো রেস, ফান ফ্যাক্টরি/ভিআর গেম, ওয়েব ডিজাইন, মোবাইল গেমিং, প্রজেক্ট ডিসপ্লে, টেক এক্সটেমপোর স্পিচ, রোবো সকার, পিসি গেমিং, রোবো এক্সপো, টেক কসপ্লে, ক্যাপচার অ্যান্ড উইন ইত্যাদি। এছাড়াও দ্বিতীয় দিন আরও থাকবে আইসিটি খাত নিয়ে ক্যারিয়ার টক, প্যানেল ডিসকাশন, সেমিনার এবং ফটোগ্রাফি ওয়ার্কশপ।
এর মধ্যে বেশ কিছু ইভেন্টে অংশ নিতে অনলাইন রেজিস্ট্রেশনের পাশাপাশি স্পট রেজিস্ট্রেশনের সুযোগও থাকছে।
৫ ও ৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ কার্নিভাল । এটি সবার জন্য উন্মুক্ত।
কার্নিভাল এর সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
‘ডিআরএমসি এনা ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল ২০১৯’ এর সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে