সিলেটে একদিনে পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে বদলি করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে বদলি করা হয়।
গত ৩০ আগস্ট সিলেটের নবাগত পুলিশ সুপার হিসেবে মোহম্মদ মাহবুবুর রহমান যোগদানের ২২ দিনের মাথায় এক সঙ্গে ৫ থানার ওসিকে বদলী করা হলো।
থানাগুলো হলো-ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, জৈন্তাপুর, বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ।
বদলিকৃত সবাইকে সিলেট জেলা পুলিশ লাইন্সের পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে বদলি করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- ফেঞ্চগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান, বিয়ানীবাজার থানার ওসি অকিল উদ্দিন আহম্মদ, জৈন্তাপুর থানার ওসি মো.তাজুল ইসলাম পিপিএম, বিশ্বনাথ থানার রমাপ্রসাদ চক্রবর্তী ও কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বদিউজ্জামান।