সফটওয়্যার প্রকৌশলী হতে আগ্রহী তরুণদের জন্য ফাল্গুনি কোড স্প্রিন্টের ২০১৯ আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ চ্যাপ্টার।
আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) ধানমন্ডি ক্যাম্পাসে চলবে এই আয়োজন। যেখানে সফটওয়্যার ইন্ডাস্ট্রির চাহিদা, প্র্যাকটিস এবং প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে ধারণা পাবেন সফটওয়্যার প্রকৌশলে স্নাতক তরুণরা।
বিশ্ববিদ্যালয় উত্তীর্ণ ও আইটি ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার প্রকোশলী হিসাবে যোগ দিতে আগ্রহীদের জন্যই স্প্রিন্টটি আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন বিডিওএসএনের স্নাতক কর্মসূচির সমন্বয়কারী মাহবুবা সুলতানা।
তিনি আরও জানান এই স্প্রিন্ট থেকে নির্বাচিতদের পাঠাও, কোভ্যালেন্ট এ আই, এসওএল শেয়ার, গেইজ টেকনোলজি, ব্যাকপ্যাকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও ফেলোশিপের সুযোগ দেওয়া হবে।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, দেশে সফটওয়্যার ফিনিশিং স্কুলের ধারণাটি পোক্ত হয়নি। পড়াশোনার সময় ইন্ডাস্ট্রির সঙ্গেও সে অর্থে এটাচমেন্ট তৈরি হয় না। এই উদ্যোগটি সেই অভাব পূরণ করবে।
অনুষ্ঠানটি সম্পর্কে আরও জানতে ভিজিট করতে হবে এই ঠিকানায়।