আধিপত্য ধরে রাখতে স্যামসাং এর দুর্দান্ত ৩ টি হ্যান্ডসেট লঞ্চ

মোবাইল ফোন, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-20 20:26:31

মাথা নষ্ট করা সব হ্যান্ডসেট আর বেস্ট প্রাইস নিয়ে হাজির হচ্ছে স্যামসাং। চিনা স্মার্টফোনগুলো যখন বাজার দখল করতে যাচ্ছিলো তখন কোন জায়গাই আর ছাড় দিতে দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটি। শুধু ভারতে নয় উপমহাদেশে আধিপত্য বিরাজ করা স্যামসাং তার জৌলুশ ধরে রাখতে আবারো হাজির হয়েছে দুর্দান্ত ফিচার ও সাশ্রয়ী মূল্যের আরো তিনটি হ্যান্ডসেট নিয়ে ।
সোমবার ( ৩ মার্চ) ভারতের বাজারে লঞ্চ করলো স্যামসাং এ৫০ , গ্যালাক্সি এ৩০ ও গ্যালাক্সি এ১০ এর তিন মডেলের হ্যান্ডসেট ।
সুপার অ্যামোলেড ডিসপ্লে সমৃদ্ধ ফোন গুলোতে আছে ৪০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এন্ড্রয়েড পাই এর উপর ভিত্তি করে নিজস্ব ওয়ান ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয়েছে ফোন গুলোতে।

স্যামসাং এ৫০ হ্যান্ডসেটটিতে থাকছে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে এক্সিনস ৯৬১০ চিপসেট, ৬ জিবি র‍্যাম আর ৬৪ জিবি স্টোরেজ সমৃদ্ধ ফোনটিতে থাকবে ৩ টি ক্যামেরা। তিনটি ক্যামেরা ১ টি হবে ২৫ মেগাপিক্সেল, ১ টি ৮ ও একটি ৫ মেগাপিক্সেল এর। এর ৪০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করতে করা যাবে ১৫ ওয়াট এর সুপার ফাস্ট চার্জিং টেকনোলজি দিয়ে। এর ইউএসবিতে ব্যবহার করা হয়েছে টাইপ-সি রিভার্সেবল পোর্ট। আর সিকিউরিটির জন্য দেয়া হয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে এইখানে স্যামসাং এর ফ্লাগশিপ ইনফিনিটি ফুলভিউ ডিসপ্লে ব্যবহার না করে দেয়া হয়েছে ইনফিনিটি ভি নচ ডিসপ্লে।
এর দাম হতে পারে ১৯- ২১ হাজার টাকার মধ্যে 

স্যামসাং এ৩০ হ্যান্ডসেটটিতে ছবি তোলার জন্য থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। যার একটি ১৬ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ক্যামেরা।আর ফোনের সামনে থাকছে ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।৪ জিবি র‍্যাম ৬৪ জিবি রম সমৃদ্ধ ফোনটিতে ব্যবহার করা হয়েছে এক্সিনস ৭৯০৪ প্রসেসর । এর দাম ধরা হতে পারে ১৬- ১৯ হাজার টাকার মধ্যে

স্যামসাং গ্যালাক্সি এ১০ ফোনে থাকছে ৬.২ ইঞ্চি এইচডি ডিসপ্লে। এক্সিনস ৭৮৮৪ চিপসেট সমৃদ্ধ ফোনটিতে থাকছে ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি স্টোরেজ আর থাকবে ৩৪০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ছবি তোলার জন্য গ্যালাক্সি এ১০ ফোনে থাকছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।এর দাম ধরা হয়েছে আনুমানিক ৭-১০ হাজার টাকার মধ্যে।

 

এ সম্পর্কিত আরও খবর