কানাডার আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র কঠোর নীতিমালা জারি করা হয় এবং সেই বিল অনুসারে গুগল কোন প্রকার রাজনৈতিক বিজ্ঞাপন বা প্রচারণা চালাতে দিবে না কানাডায়।
২০১৮ ডিসেম্বরে সি-৭৬ শীর্ষক একটি বিল পাশ হয়। ঐ বিলে রাজনৈতিক ও অন্যান্য বিজ্ঞাপন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রচারের জন্য নিবন্ধন করার বিধান রাখা হয়।
এক বিবৃতিতে কানাডার গুগলের পাবলিক পলিসি প্রধান কলিন ম্যাককে বলেন, সি-৭৬ বিল অনুসারে গুগল কোন প্রকার বিজ্ঞাপন প্রচার করবে না। কানাডার সংবাদ ও নির্বাচন সংশ্লিষ্ট কার্যকর এবং
প্রাসঙ্গিক তথ্যের সাথে জনগণের সম্পৃক্ততা ঘটানোর চেষ্টার ওপর জোর দিচ্ছি।
তিনি আরও বলেন, বিজ্ঞাপনদাতাদের নিষিদ্ধ করতে সেই বিল অনুসারে গুগল তাদের বিজ্ঞাপন নীতিমালা ও পদ্ধতি পরিবর্তন করবে।
তবে গুগলের অন্যান্য সেবা যেমন সার্চ রেজাল্ট, ইউটিউব আগের মতই চলমান থাকবে
gadgetsnow.com