৫জি নেটওয়ার্ক সেবা নিয়ে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো জমকালো মহড়া দেয় গত মাসের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের আসরে।
ভারতের সরকারি এক বিবৃতিতে বলা হয়, আগামী জুন মাস থেকে পরীক্ষামূলকভাবে স্থাপিত হতে যাচ্ছে ৫জি নেটওয়ার্ক সুবিধা। এ বিষয়ে তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কত ফ্রিকোয়েন্সির স্পেকট্রাম ব্যবহার হবে, কয়দিন চলবে, কোথায় স্থাপন করা হবে এবং কী রকম গতি হবে, এসব পরীক্ষা করে দেখবে ওই কমিটি।
মোবাইল অপারেটরগুলো পরীক্ষামূলক এই কার্যক্রম এক বছর চালাতে চাইলেও ডাক ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ অধিদফতর ৯০ দিনের সময় বেধে দিয়েছে তাদের। হুয়াওয়ে, এরিকসন, নোকিয়ার সাথে ভারতীয় এয়ারটেল, আমিডিয়া যৌথভাবে চুক্তিপত্র জমা দিয়েছে ভারত সরকারের কাছে।
তবে, বিভিন্ন নিরাপত্তা ইস্যুতে অভিযোগ থাকায় ৫জি তরঙ্গ সুবিধা থেকে বাদ যেতে পারে হুয়াওয়ে, এমনটা জানায় ভারতের ডাক ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ অধিদফতর।
যদি পরীক্ষামূলক ফলাফল ঠিক থাকে, তাহলে আগামী সেপটেম্বরের দিকে এর সম্ভাব্য নিলাম ঘোষণা করা হবে।
সূত্র: গ্যাজেটসনাও.কম