প্রযুক্তির রাজত্বে নিজেদের অবস্থান শীর্ষে ধরে রেখেছে অ্যাপেল। আর এই অ্যাপেল পণ্যের নাম শুনলেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মাথায় আসে উচ্চমূল্যের দামের কথা। সম্প্রতি, ২০১৮ সালে চীনে কয়েক দফা দাম কমানো হলেও তেমন ফলাফল পায় নি সেখানে।
তবে, এই বছরের মার্চ মাসেই অ্যাপেলের নতুন প্রোডাক্ট আইপ্যাড পাওয়া যাবে অনেকটা সাশ্রয়ী মূল্যে। কিন্তু অ্যাপেলের সাশ্রয়ী মূল্য বলতে কতটা সাশ্রয়ী হচ্ছে তা দেখার বিষয়।
এক বিবৃতিতে জানা যায়, এই বছরের মার্চে অ্যাপেল ইভেন্টে থাকছে নতুন ‘আইপ্যাড’। কিন্তু ডিজাইন এবং সাইজের দিক থেকে কোন পরিবর্তন আনে নি অ্যাপেল, তবে নতুন কিছু আপগ্রেড সিস্টেম যুক্ত হচ্ছে।
উৎপাদন ব্যয় কমিয়ে আনতে এতে ব্যবহার করা হবে টাচ আইডি প্রযুক্তি এবং ২০১৭ সালের ‘এ ১০ এক্স’ প্রোসেসর প্রযুক্তি। ধারণা করা হয় প্রকৃতপক্ষে নতুন এই আইপ্যাড অনেকটা সাশ্রয়ী মূল্যেই পাওয়া যাবে।