প্রতিদিন আমাদের চারপাশে হাজার হাজার তথ্য উপাত্ত। এর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা কে দিবে এই আসল তথ্য? তবে বর্তমানে কিছু ওয়েব সাইট এবং ফ্যাক্ট চেকিং সেন্টার এই ফেইক নিউজ কিংবা ফেক ইমেজ শনাক্ত করে পাঠকদের বিভ্রান্তি দূর করছে।
কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রভাবে ফেইক নিউজ/ইমেজ ছড়িয়ে যাচ্ছে বিশ্বব্যাপী। বিশেষ করে নির্বাচনের সময়ে এর প্রভাব অনেক বেড়ে যায়। যা ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় পর্যায়ে বিরূপ প্রভাব ফেলে।
তাই ভারতের আসন্ন কেন্দ্রীয় নির্বাচন (২০১৯) কে কেন্দ্র করে ফেইক ইমেজের ছড়াছড়ি বন্ধের উদ্যোগ নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ।
সম্প্রতি হোয়াটসঅ্যাপ থেকে এক বিবৃতিতে জানায়, নতুন এই ফিচারে একজন ব্যবহারকারীর রিসিভ/সেন্ট করা ইমেজকে ওয়েবে সার্চ করা যাবে। তা থেকে জানা যাবে সেই ছবির তথ্য সত্যি না মিথ্যা।
হোয়াটসঅ্যাপের চ্যাট উইন্ডোতে থাকবে ‘সার্চ ইমেজ’ নামে নতুন এই ফিচার টি। এর জন্য তারা ব্যবহার করবে গুগল অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস।