আসছে নতুন অপারেটিং সিস্টেম

আইসিটি সংবাদ, টেক

আইসিটি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 18:45:52

বাজারে আসতে যাচ্ছে নতুন অপারেটিং সিস্টেম। সম্প্রতি নিরাপত্তার অজুহাতে মার্কিন মুলুকের নিষেধাজ্ঞা সম্মুখীন হয়েছে এই কোম্পানির তৈরি প্রযুক্তি পণ্য গুলো। তাই বাজারে আধিপত্য বজায় রাখতে নতুন এক অপারেটিং সিস্টেম চালু করতে যাচ্ছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে ।
মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার বিষয়টি বেআইনি উদ্ধৃতি করে হুয়াওয়ে জানায় গুগল এবং মাইক্রোসফট অপারেটিং সিস্টেম ব্যবহার করা বন্ধ করতে বাধ্য হলে এই অপারেটিং সিস্টেমটি বাজারে নিয়ে আসবে হুয়াওয়ে।
এটিকে কোম্পানির বিকল্প ব্যবস্থা উল্লেখ করে এটি বাজারে নিয়ে আসার পরিকল্পনার কথা ইতিমধ্যে স্বীকার করেছেন চিনা কোম্পানিটির সিইও ।
তবে শুধু অপারেটিং সিস্টেমটি চালু করলেই হবেনা এর সাথে যুক্ত আছে এপ্লিকেশন সহ নানা ধরনের সুবিধা প্রদানের বিষয়টিও। এ ব্যাপারে হুয়াওয়ের অন্যতম শীর্ষ কর্মকর্তা রিচার্ড ইউ জানান এটি মূলত বিকল্প ব্যবস্থা তবে গ্রাহকদের যাতে ফোন ব্যবহারে কোন বাঁধার সম্মুখীন না হতে হয় সেই জন্য যথেষ্ট পদক্ষেপ নেয়া হবে। তবে আমরা গুগল এবং মাইক্রোসফট এর অপারেটিং সিস্টেম ব্যবহার করতে আগ্রহী।
এর আগে স্যামসাং তাদের অপারেটিং সিস্টেম টাইজেন নিয়ে এলেও নানা প্রতিকূলতায় সেটি জনপ্রিয়তার মুখ দেখেনি ।

এ সম্পর্কিত আরও খবর