মিড রেঞ্জ বাজেটের বাজার কাঁপাতে স্যামসাং নিয়ে এসেছে গ্যালাক্সি এ৫০ ও এ৩০। ‘রেডি, অ্যাকশন’ ট্যাগলাইন দেওয়া ফোনগুলোকে স্যামসাং বলছে অ্যাকশন ফোন।
বৃহস্পতিবার (২১ মার্চ) দেশের বাজারে স্যামসাং লঞ্চ করল এই ফোন গুলো।
গ্যালাক্সি এ৫০ ফোনে আছে সুপার অ্যামোলেড ৬ দশমিক ৪ ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে। রিয়ার ক্যামেরায় আছে ২৫ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের লাইভ ফোকাস লেন্স। সামনে রয়েছে ২৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাকআপ দিতে আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ডিভাইস দিয়ে ২৪০ ফ্রেম পার সেকেন্ড (এফপিএস) স্লোমোশনে ভিডিও তৈরি করা যাবে। দেশের বাজারে গ্যালাক্সি এ৫০ এর দাম ধরা হয়েছে ২৬ হাজার ৯৯০ টাকা।
গ্যালাক্সি এ৩০ ফোনেও আছে ৬ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লে। রিয়ার ক্যামেরায় আছে ১৬ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স। সামনে আছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাকআপ দিতে আছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এর সঙ্গে আছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।
তবে গ্যালাক্সি এ৩০ কিনতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে ক্রেতাদের। ডিভাইসটি কেনা যাবে ২২ হাজার ৯৯০ টাকায়।