জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের অ্যান্ড্রয়েড ফোন পিক্সেল মানেই ভরপুর ফিচার আর দুর্দান্ত পারফরম্যান্সের নিশ্চয়তা। কিন্তু দামের উচ্চ মূল্যের কারণে অনেকেই মুখ ফিরিয়ে নেন পিক্সেল থেকে।
মধ্যবিত্তদের কথা মাথায় রেখে এবার গুগল ‘পিক্সেল থ্রী এ’ এবং ‘থ্রী এ এক্সএল’ মডেলের দুটি মিডরেঞ্জের স্মার্টফোন নিয়ে আসছে বাজারে।
ফোনের ৫.৬ এবং ৬ ইঞ্চির বড় পর্দার ওএলইডি ডিসপ্লেতে থাকবে ২২২০x১০৮০ পিক্সেল রেজুলেশন। ফোনের দুপাশে থাকছে এক্টিভ এজ এবং ই-সিম সাপোর্টের সুবিধা। ফোনের এজ থেকেই ফোন কল সাইলেন্ট করা যাবে।
ফোনের কার্যক্ষমতা বৃদ্ধি করতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭০ প্রসেসরের সাথে থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন ৯পাই। ভেতরে ৪জিবি র্যামের সাথে থাকছে ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা।
আর পিক্সেলের ক্যামেরা বরাবরের মতই আপনাকে দেবে নিখুঁত মানসম্পন্ন ছবি তোলার নিশ্চয়তা। সেলফি তোলার জন্য সামনে ৮মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং পেছনে রয়েছে ১২ মেগা পিক্সেল ক্যামেরা।
কালো এবং সাদা দুটি ভিন্ন রঙের ফোন দুটির বাজার মূল্য কত হবে এবং কবে নাগাদ পাওয়া যাবে এই বিষয়ে এখনো কিছু জানা যায়নি।