প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের অন্যতম জনপ্রিয় একটি সাব ব্র্যান্ড অনার। মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি গত বছরে তিনটি ভিন্ন মডেলের ফোন বাজারে ছেড়েছিল।
সেগুলো হচ্ছে অনার-১০, ১০জিটি এবং ১০লাইট। তারই ধারাবাহিকতায় এই বছর বাজারে আসছে অনার-১০আই।
মোবাইলটিতে যা থাকছে-
৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
গ্র্যাডিয়েন্ট কালার লুক
৬.২১ ইঞ্চির বিগ নচ ডিসপ্লে
কি-রিন ৭১০ প্রসেসর
নতুন এই সংস্করণে থাকছে ট্রেন্ডিং ওয়াটারড্রপ ৬.২১ ইঞ্চির বিগ নচ ডিসপ্লে। যাতে থাকছে ফুলইচডি ২৩৪০x১০৮০ পিক্সেল রেজুলেশন। ফোনটির ৯১ শতাংশ জুড়েই থাকছে বেজেললেস ডিসপ্লের সুবিধা।
এর আউটলুকে দেখা যাবে আগের মতোই গ্র্যাডিয়েন্ট কালার ভেরিয়েশন। আর ফোনের পেছনে ঠিক মাঝখানে থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
ফোনের ক্যামেরা বিভাগের প্রাইমারি ক্যামেরায় যুক্ত হবে ২৪+৮+২ মেগাপিক্সেলের ত্রিপল ক্যামেরা সেটআপ। যা দিবে মানসম্মত নিখুঁত ছবি তোলার নিশ্চয়তা।
ক্লিয়ার এন্ড ব্রাইট সেলফি তোলার জন্য থাকবে ফ্রন্টে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন ৯পাই এর সাথে থাকবে হুয়াওয়ের নিজস্ব কিরিন ৭১০ প্রসেসর। তবে হাইরেজুলেশনের বিগ ডিসপ্লের এই ফোনটি ব্যবহৃত হবে ৩৪০০মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।
ফোনটির বাজার মূল্য কত হবে এবং কবে বাজারে পাওয়া যাবে তা এখনো জানা যায় নি।