আইএসডি কলরেট কমছে ‘ভারতী এয়ারটেল’র

মোবাইল ফোন, টেক

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 09:32:36

ভারতীয় জনপ্রিয় মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ভারতী এয়ারটেল’ নতুন আইএসডি কলরেট ঘোষণা করেছে। নতুন কলেরেটে এখন বাংলাদেশে ৭৫ শতাংশ এবং নেপালে ৪০ শতাংশ কমেছে।

ভারত থেকে বাংলাদেশে আইএসডি কলরেট প্রতিমিনিট ছিল ১২ রুপি যা কমে এখন ২.৯৯ রুপি। আর নেপালে প্রতিমিনিট ছিল ১৩ রুপি নতুন কলরেট হয়েছে ৭.৯৯ রুপি।

গ্রাহকরা যেন কলরেট এবং ইন্টারনেটে সর্বোচ্চ সুবিধা পায় তা নিশ্চিত করতে নতুন প্যাকেজ চালু করছে ভারতী এয়ারটেল। যেখানে ৩৯৮ রুপিতে ১০৫জিবি ইন্টারনেটের সাথে আনলিমিটেড এসটিডি কল। সেই সাথে প্রতিদিন ১০০টি এসএমএস এবং নন-স্টপ দ্রুতগতির ইন্টারনেট ব্রাউজিং করতে ১.৫ জিবি ইন্টারনেট প্যাকেজ।

অন্য নতুন আরেকটি প্যাকেজে ৩৯৯ রুপিতে থাকছে প্রতদিন ১০০ এসএমএস এবং ১ জিবি নন-স্টপ ব্রাউজিং। আর ন্যাশানাল এবং লোকাল কলে থাকছে আনলিমিটেড সুবিধা। এই দুটি প্যাকেজের মেয়াদকাল যথাক্রমে ৭০ এবং ৮৪ দিন পর্যন্ত।

‘ভারতী এয়ারটেল’ এর চিফ অপারেটিং অফিসার অজয় পুরী বলেন, ‘বিশ্বমানের গ্রাহক সেবার সাথে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার নিশ্চিত করতে সর্বত্র কাজ করে যাচ্ছে এয়ারটেল।’

তিনি আরও বলেন, ‘নতুন এই কলরেট পাশ্ববর্তী দেশগুলোর মধ্যে সকল প্রকার প্রয়োজনে যোগসাধন করতে এবং গ্রাহক সেবা নিশ্চিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে।’

খবর- গ্যাজেটস নাও

এ সম্পর্কিত আরও খবর