তিন বিলিয়ন ডলারে প্রতিদ্বন্দ্বীকে কিনতে চাচ্ছে উবার

বিবিধ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 01:42:51

বর্তমান বিশ্বে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে যাতায়াতের অন্যতম সহজ একটি নাম উবার। অন্যদিকে 'কেরিম' মধ্যপ্রাচ্যের জনপ্রিয় দুবাই ভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিস প্রতিষ্ঠান।

মধ্য প্রাচ্যে যেটিকে মনে করা হয় উবারের প্রতিদ্বন্দ্বী। সেই কেরিমকে তিন বিলিয়ন ডলারের বিনিময়ে কিনতে চাচ্ছে উবার।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হচ্ছে, যেখানে উবার ১.৪ বিলিয়ন নগদে এবং ১.৭ বিলিয়ন কনভার্টিবল বন্ডে প্রদান করতে চাচ্ছে কেরিম-কে। যা উবারের ৫৫% শেয়ারের সমপরিমাণ হবে।

কিন্তু কেরিম এই মন্তব্যটি প্রত্যাখ্যান করেছে, এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রশ্নে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া জানায়নি উবার।

বিশ্বব্যাপী ৭৮৫টি মেট্রোপলিটন শহরে ছড়িয়ে আছে উবারের কার্যক্রম। উবারের সমৃদ্ধিকে আরও বেগবান করতে গ্লোবাল লজিস্টিক এবং পরিবহন সংস্থা লিফট, দুবাইয়ের কেরিম এর মত বড় প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে এ রকম নতুন পদক্ষেপ নিচ্ছে উবার।

ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে প্রযুক্তির দিক দিয়ে উবার ও লিফট এক নতুন মাত্রা যোগ করেছে। প্রতিষ্ঠানগুলো শেয়ার বাজারে নিজেদের অবস্থানকে আরও সুসংহত করতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে।

সূত্রঃ রয়টার্স

এ সম্পর্কিত আরও খবর