সাধারণ মানুষের তথ্য নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ টেক জায়ান্টদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আর তাই অ্যাপেলের এ বছরের ‘শো টাইম’ কে ঘিরে নিরাপত্তা বিষয় নিয়ে ছিল বিশেষ প্রচারণা।
অ্যাপেলের কাছে মানুষের তথ্য নিরাপত্তার গুরুত্ব বোঝাতে স্টিভ জব থিয়েটার জুড়ে ছিল তথ্য নিরাপত্তার বিভিন্ন বিজ্ঞাপন এবং শিরোনাম।
প্রতিষ্ঠানটি বলছে, অ্যাপেল কার্ড ব্যবহারের তথ্যগুলো তারা সংগ্রহ করে কিন্তু কোন তৃতীয় পক্ষের হাতে যায় না। আর একজন গ্রাহক কখন কোথায় কি কিনছেন এই বিষয়ে তার কোন তথ্যই রাখে না অ্যাপেল।
অ্যাপেলের নতুন সংযোজন গেমিং প্লাটফর্ম অ্যাপেল আর্কেড। বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই গেম খেলতে এবং প্লেয়ারের সব তথ্য গোপন থাকবে এখানে। কোন অ্যাপ ডেভলপার এতে কোন তথ্য নিতে পারবে না, তবে সেটা প্লেয়ারের অনুমতি সাপেক্ষে সম্ভব।
প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা টিম কুক বলেন, 'তথ্যের নিরপত্তা একজন মানুষের মৌলিক অধিকার, সে যে দেশেরই নাগরিক হোক না কেন।'
এবারের শো-টাইমে মানুষের তথ্য নিরাপত্তার বিষয়টিকে আবারও সবার সামনে নিয়ে আসে অ্যাপেল।
সূত্র: গ্যাজেটস নাউ।