আইফোনে দ্রুত চার্জ করবেন যেভাবে ...

টিপস অ্যান্ড ট্রিকস, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 22:21:15

ফোনে চার্জ নেই, চার্জ শেষ, ব্যাটারি ডাউন এইসব কথার সাথে আমরা সবাই পরিচিত। আর আইফোন ইউজারদের ক্ষেত্রে একটি অভিযোগ প্রায়ই শোনা যায় স্লো বা ধীর গতির চার্জিং।

তার মানে এই নয় যে আপনার আইফোনের ব্যাটারি উইক বা চার্জিং পোর্ট নষ্ট। এক্ষেত্রে চার্জারে কিছু পরিবর্তন আনলেই ফাস্ট চার্জিং করা যাবে।

চলুন দেখে নেয়া যাক ফাস্ট চার্জিংয়ের কিছু টিপস।

১. যদি অ্যাপেলের নির্ধারিত চার্জার ব্যবহার না করে থাকেন তাহলে আজই অ্যাপেলের চার্জার ব্যবহার করুন।

২. অ্যাপেলের সিপোর্ট লাইট ক্যাবলগুলো ব্যবহার করতে পারেন। যা অন্য সাধারণ ক্যাবেল থেকে দ্রুত চার্জ করবে।

৩. অ্যাপেলের ফাস্ট চার্জিং 18W, 29W, 30W, 61W, এবং 87 ওয়াটের ইউএসবি সি পোর্ট অ্যাডাপ্টার ব্যবহার করুন।

৪. পাওয়ার ব্যাংক দিয়ে ফাস্ট চার্জ করতে টু-পোর্ট আউটপুটযুক্ত পাওয়ার ব্যাংক ব্যবহার করুন।

৫. আইপেড (২০১৮) সংস্করণে আছে হাই ভোল্টেজের সিপোর্ট চার্জার। যা দিয়ে আপনার আইফোন দ্রুত চার্জ হবে।

৬. এছাড়া অ্যান্ড্রয়েড ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দিয়েও দ্রুত চার্জ করা যাবে।

তবে আইফোন এক্স, এক্স এস এবং এক্স ম্যাক্সে বিল্ট ইনভাবেই থাকছে ফাস্ট চার্জিং সুবিধা। আইফোনের এর আগের মডেলের ফোনগুলোর জন্য উপরোক্ত টিপসগুলো প্রযোজ্য।

 

 

সূত্র: গ্যাজেটস নাও

 

এ সম্পর্কিত আরও খবর