হুয়াওয়ের পি৩০ এবং পি৩০ প্রো ফোন দুটিকে ঘিরে ব্যাপক ঝড় উঠেছে সোশাল মিডিয়াসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলোতে। অপেক্ষার পালা শেষে করে ফোন দুটি বুধবার (২৭ মার্চ) বাজারে এসে ক্রেতাদের ফেলে দিল দোটানার মধ্যে।
পি৩০ এবং পি ৩০প্রো দেখতে প্রায় যমজ ভাইয়ের মতই! কিন্তু এদের বৈশিষ্ট্য আর দামে কিছুটা তফাত থাকায় ক্রেতাদের এই দশা।
ডিসপ্লে
টিয়ার ড্রপ সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং পেছনে গ্লাস ব্যাকগ্রাউন্ড থাকছে দুটো মডেলেই। তবে সাইজের দিক দিয়ে পি৩০-এ ৬.১ ইঞ্চি এবং পি৩০ প্রো-এ ৬.৫ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
ক্যামেরা
ক্যামেরা সেটআপে পি৩০ রিয়ারে লেইকার ত্রিপল ক্যামেরা সেটআপ, ফ্ল্যাশ এবং ডানে ক্যামেরা সেন্সর আছে। আর পি৩০ প্রো-এ কোয়াড ক্যামেরা সেটআপ, ফ্ল্যাশ এবং একটি টিওএফ ক্যামেরাসহ ডানে অন্যান্য সেন্সর যুক্ত আছে।
ব্যাটারি/চার্জিং
ব্যাটারির দিক থেকে যে পার্থক্য তা অবশ্য ঠিক আছে। কেননা বড় পর্দার পি৩০ প্রো-এ ৪২০০ এবং ছোট পর্দার পি৩০-এ ৩৬৫০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহৃত হয়েছে। সেই সাথে দুটোতেই আছে ৪০ ওয়াটের সুপার চার্জিং সুবিধা।
কিন্তু শুধু পি৩০ প্রো-এ ওয়্যারলেস চার্জিং সুবিধা দেওয়া হয়েছে, যা একটু আপত্তিকর বিষয়।
দাম
সবশেষ যেটাতে সুবিধা বেশি তার দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক। পি৩০, পি৩০ প্রো ফোন দুটির বাজার মূল্য যথাক্রমে ৭৯৯ এবং ৯৯৯ মার্কিন ডলার।
খবর- গ্যাজেটস নাও।