মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (২০১৯) স্যামসাং ফোল্ডেবল স্মার্টফোনের প্রদর্শনী প্রযুক্তির দুনিয়ায় ঝড় তুলেছে, সে বিষয়ে কোন সন্দেহ নেই। তবে সেসাথে প্রশ্ন উঠেছে ফোনটির ভাঁজের স্থায়িত্ব নিয়ে।
১ হাজার ৯৮০ মার্কিন ডলার মূল্যের এই ফোনটি কতদিন চলবে এবং স্থায়িত্ব কতদিন হবে সে বিষয়ে ক্রেতাদেরকে আশ্বস্ত করতে স্যামসাং ৩৫ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
এক বিবৃতিতে স্যামসাং জানায়, প্রত্যেক ফোল্ডেবল ফোনের ২ লাখ বার ভাঁজ খুলে এবং বন্ধ করে পরীক্ষা করা হয়েছে। মূলত এই ফোনে ভাঁজ করার জন্য যে অংশটি ব্যবহৃত হয়েছে তার স্থায়িত্ব বোঝানো হয়েছে ভিডিওটিতে।
স্যামসাং বলছে, এক সপ্তাহব্যাপী চালানো এই পরীক্ষায় দেখা যায়, দিনে ১০০ বার ভাঁজ খোলা এবং বন্ধ করে পাঁচ বছর পর্যন্ত চলবে এই ফোল্ডেবল স্মার্টফোনটি।
স্যামসাংয়ের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, একটি ল্যাবে ফোল্ডেবল ফোনগুলোকে একটি ক্যাসিংয়ে যুক্ত করা হয়েছে। আর মেশিনের সাহায্যে ফোনের ভাঁজ স্বয়ংক্রিয়ভাবে খুলছে এবং বন্ধ করছে।