সঠিক তথ্য ও মান নিয়ন্ত্রণে সাংবাদিক নিয়োগে দেবে ফেসবুক

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 06:32:27

প্রতিদিন ফেসবুকের নিউজ ফিডে আসতে থাকে হাজারো তথ্য। কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা কে দেবে আসল তথ্য?

তাই ফেসবুক এবার ফেইক নিউজ এবং কনটেন্ট এর মান নিয়ন্ত্রণে নিয়োগ দিবে নতুন প্রজন্মের ডিজিটাল সাংবাদিক এবং প্রকাশকদের।

বিশ্বব্যাপী ২০০ বিলিয়ন ফেসবুক ইউজারদের কাছে একটি প্লাটফর্ম ব্যবহার করে সঠিক তথ্য পৌঁছে দেওয়া একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটির জন্য।

ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেন, 'বর্তমানে ফেসবুকে ফেইক অ্যাকাউন্টের সংখ্যা কত তা ঠিকভাবে বলা যাচ্ছে না, কিন্তু এর পরিমাণ কম হবে না।'

তিনি বলেন, এই বিশাল সংখ্যার ফেইক অ্যাকাউন্টগুলো নিয়ন্ত্রণে অনেক বেগ পেতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

কিন্তু বাইরের সূত্রমতে ফেসবুকে ফেইক অ্যাকাউন্টের সংখ্যা ৭০০ মিলিয়নেরও বেশি।

তিনি বলেন, ফেসবুক নতুন কাঠামো তৈরি করবে যাতে সাংবাদিক, ব্লগার, ডিজিটাল প্লাটফর্মের প্রকাশকরা তাদের মানসম্পন্ন কনটেন্টগুলো ফেসবুকে প্রকাশ করতে পারে।

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা বলেন, সাংবাদিকরা এখানে কোন সংবাদ প্রকাশ করবে না। মূলত ফেসবুকে প্রকাশিত তথ্যের সত্যতা এবং মানসম্পন্ন নিশ্চিত করতে কাজ করবে সাংবাদিকরা।

তবে এই ব্যবস্থাপনা কতটুকু কার্যকর হবে এবং কিভাবে সাংবাদিকরা তথ্যের মান নিয়ন্ত্রণ করবে এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জন্ম দিচ্ছে ফেসবুকের এই নতুন সিদ্ধান্তকে ঘিরে।

মূলত বিশ্বের জাতীয় নির্বাচন গুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ফেইক নিউজ, আপত্তিকর কনটেন্ট ইত্যাদির বিরুদ্ধে অবস্থান নিতে ফেসবুক এই কার্যক্রম হাতে নিতে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর