৫জি এখন যুক্তরাষ্ট্রে

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 09:48:05

৫ম প্রজন্মের প্রযুক্তি বা ৫জি ইন্টারনেট সেবা চালু করেছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। আর আনুষ্ঠানিকভাবে ৫জি সেবার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন গণমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদন অনুযায়ী ইতোমধ্যে দেশটির সরকার ৫জি’র কার্যক্রমকে আরও গতিশীল করতে বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছেন।

উক্ত প্রতিবেদনে, ট্রাম্প বলেন, ‘৫জি দৌড়ের প্রতিযোগিতা শুরু হয়েছে গেছে এবং আমেরিকা অবশ্যই জিতবে।’

তিনি বলেন, ‘৫ম প্রজন্মের এই ইন্টারনেট সেবা দ্রুত সবার কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট অধিদফতরগুলো কাজ করছে এবং যথেষ্ট পরিমাণে ওয়াই-ফাই স্পেকট্রাম স্থাপনা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘চলতি বছরের শেষ নাগাদ ৯২টি ৫জি সমৃদ্ধ বাজার তৈরি হবে আমেরিকায়।’

সম্প্রতি চীন এবং দক্ষিণ কোরিয়ায় ৫জি ইন্টারনেট সেবা চালুর পরে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হচ্ছে ৫জি।

এর আগে চীন ও দক্ষিণ কোরিয়ার মোবাইল নির্মাতা কোম্পানিগুলো যখন ৫জি হ্যান্ডসেট বাজারে ছাড়ার কথা ভাবছিল, তখনই ট্রাম্প তার দেশের মোবাইল অপারেটরদের কাছে ৬জি ইন্টারনেট সুবিধা চেয়ে বসলেন।

৫জি কি
পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস সার্ভিস যা ৫জি ইন্টারনেট সেবা হিসেবেই বহুল পরিচিত। এটিই এ পর্যন্ত সবচেয়ে উন্নত প্রযুক্তির ওয়্যারলেস নেটওয়ার্ক। ৪জির তুলনায় ন্যূনতম ১০ থেকে ১০০ গুণ বেশি দ্রুতগতি সম্পন্ন হবে ৫জি।

সূত্র: গ্যাজেটস নাও

 

এ সম্পর্কিত আরও খবর