বাংলা নববর্ষ উপলক্ষ্যে ই-কমার্স প্লাটফর্ম রবিশপ ৫২ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। ‘বিগ বৈশাখী সেল’ নামে ক্যাম্পেইনের আওতায় ওই ছাড় ঘোষণা করেছে রবিশপ।
সোমবার(১৫ এপ্রিল) থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় মোবাইল হ্যান্ডসেট, ইলেকট্রনিক্স ও ডিজিটাল পণ্যের উপর ৫২ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকরা।
সেখানে বিভিন্ন ক্যটেগরির পণ্যের উপর ভিন্ন ভিন্ন রকমের মূল্যছাড় অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত এই ছাড় অফার ক্যাম্পেইনটি চলবে রবিশপে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিশপ জানায়, এসব পণ্যে মূল্যছাড়ের পাশাপাশি থাকছে সর্বোচ্চ ১২ মাসের ইএমআই সুবিধা। এ সময়ের মধ্যে গ্রাহকরা পণ্য অর্ডার করলে ফ্রি হোম ডেলিভারির সুবিধা পাবেন।
ওয়েবসাইটে গিয়ে যেকেউ পণ্যের অর্ডার দিতে পারবেন। ওছাড়াও সেখানে দেওয়া নম্বরে কল করেও অর্ডার দেওয়া যাবে বলে জানায় রবিশপ।