ফেসবুক-ইনস্টাগ্রামে লাইক বাটন না রাখার দাবি

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 23:01:24

ফেসবুকে লাইক দিতে এবং পেতে তা কে না পছন্দ করেন। কিন্তু তা যদি হয় তথ্য সংগ্রহের একটি ফাঁদ! তাহলে?

হ্যাঁ বর্তমানে বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণ করে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করছে। যা দিয়ে তারা টার্গেট মার্কেটিং বা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে বিজ্ঞাপন পাঠাতে থাকে।

আর তাই এবার ব্রিটেনের তথ্য কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নতুন একটি নীতিমালার প্রস্তাব দিয়েছে। এই নীতিমালায় রয়েছে, ১৮ বছরের নিচে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়।

মূলত অনূর্ধ্ব ১৮ বছরের ব্যবহারকারীদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ‘লাইক বাটন’ নিষিদ্ধ করার কথা বলেছে তথ্য কমিশন।

তথ্য কমিশনার এলিজাবেথ দেনহাম বলেন, 'ইন্টারনেটের ব্যবহার আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা চাই আমাদের শিশুরাও ইন্টারনেট ব্যবহার করবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে তাদের নিরাপত্তার বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে।'

উক্ত নীতিমালায় তথ্য কমিশন বলছে, 'সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাইকরণ পদ্ধতি চালু করতে হবে।'

এছাড়াও এই নীতিমালার মধ্যে যে সকল উল্লেখযোগ্য বিষয়গুলো রয়েছে:

· ১৮ বছরের নিচের ব্যবহারকারীর লোকেশন ট্র্যাকিং অপশন বন্ধ করতে হবে।

· সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথাকথিত প্রাইভেসি সেটিংস আছে তা সঠিকভাবে বজায় রাখতে হবে।

· অপ্রাপ্ত বয়স্কদের অ্যাকাউন্টে তাদের বাবা-মাকে বিশ্বস্ত তালিকায় যুক্ত রাখতে হবে।

· সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কোন একটি দিক বেছে নেওয়ার অপশন রাখতে হবে। যেমন: যদি কেউ ফেসবুক ব্যবহার করে থাকে তাহলে মেসেঞ্জার সেবাটি বন্ধ রাখতে হবে।

· গুরুত্বপূর্ণ পপ আপ মেনু গুলোতে যে ‘ইয়েস/নো’ অপশন থাকে সেগুলো যথেষ্ট দৃশ্যমান করে রাখতে হবে।

· টেকনিকাল টার্মগুলোতে স্পষ্ট এবং বোধগম্য ভাষা ব্যবহার করতে হবে।

সূত্র: বিবিসি

এ সম্পর্কিত আরও খবর