চুমুতেই ছবি উঠবে!

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 01:20:49

চুমু দেওয়ার দৃশ্য শনাক্ত করে ছবি তুলবে ক্যামেরা। অবাক হচ্ছেন? হ্যাঁ তা যদি হয় গুগলের পিক্সেল ফোন, তাহলে তা সম্ভব।

গুগলের নতুন স্মার্টফোন ‘পিক্সেল ৩’-তে এবার যুক্ত হয়েছে তেমনি এক অভিনব ক্যামেরা ফিচার। যাকে বলা হচ্ছে বিল্ট-ইন কিস ক্যাম মুড।

পিক্সেল-৩ স্বয়ংক্রিয়ভাবে ছবির সাবজেক্টকে শনাক্ত করবে। যখন দুজন ব্যক্তি কাছাকাছি আসবে এবং চুমুর ভঙ্গিতেই এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি বুঝে নেবে সেই মুহূর্ত ও ফ্রেমবন্দি হবে রোমাঞ্চকর মুহূর্তগুলো।

দ্যা ভার্জের প্রতিবেদন অনুযায়ী গুগল বলছে, কিস ক্যাম একজন মানুষের পাঁচ ধরণের ফেসিয়াল এক্সপ্রেশন (মুখের অভিব্যক্তি) শনাক্ত করতে পারবে। এর মধ্যে হাসি, জিহ্বা বের করা, চুমু/ডাকফেস ইত্যাদি ভঙ্গি শনাক্ত করবে এই কিস ক্যাম ফিচার।

২০১৭ সাল থেকে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তির সাথে ক্যামেরার সমন্বয় সাধন করে গবেষণা করে আসছে গুগল। এই ফিচারটি পিক্সেল ক্যামেরা অ্যাপের নতুন সংস্করণ (আপডেট) ফটোবুথ মুডে পাওয়া যাবে।

গুগল ক্লিপস থেকে এই নতুন ফিচারটি যুক্ত হয়েছে। গুগল ক্লিপস হচ্ছে একটি ছোট্ট ডিভাইস, যা পিক্সেল ফোনের ক্যামেরায় ব্যবহৃত হয়। এর এআই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ছবির বিষয় শনাক্ত করতে পারে।

এ সম্পর্কিত আরও খবর