ফোনে চার্জ নেই, ব্যাটারি ডেড কিংবা চার্জ দেওয়ার সময় নেই- এসব অজুহাতকে হাওয়ায় উড়িয়ে দিয়েছে শাওমি।
বর্তমান স্মার্টফোন বাজারে রাজত্ব করা চীনা ব্র্যান্ড শাওমি নিয়ে আসছে সর্বপ্রথম সুপারফাস্ট টারবো চার্জ প্রযুক্তি।
শাওমি বলছে, ১০০ ওয়াটের সুপার চার্জিং প্রযুক্তি একটি ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিকে ১০০ শতাংশ চার্জ করতে সময় নেবে ১৭ মিনিটি। যা এ পর্যন্ত সবচেয়ে সুপারফাস্ট চার্জিং প্রযুক্তি।
প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা লিন বিন বলেন, ‘শাওমি বর্তমান বাজারে মানুষের চাহিদা অনুযায়ী এক বিশাল কর্মযজ্ঞে নেমেছে।’
বিন বলেন, ‘শাওমি নতুন ফ্ল্যাগশিপের স্মার্টফোনে সুপারফাস্ট টারবো প্রযুক্তির সাথে থাকবে সবচেয়ে দ্রুত গতির শক্তিশালী কোয়ালকম ৮৫৫ স্ন্যাপড্রাগন প্রসেসর।’
ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওমি সুপারফাস্ট চার্জিং প্রযুক্তিকে ব্যাখ্যা করে একটি ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওতে অপো’র ভোক চার্জিং প্রযুক্তির সাথে তুলনা করা হয়। ভিডিওতে দেখানো হয়, যেখানে শাওমি-তে ১৭ মিনিটে চার্জ হয় ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, অন্যদিকে অপো’র ৩৭০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ১৭ মিনিটে চার্জ হয় ৬৭ শতাংশ।
বলা হচ্ছে, অপো ব্র্যান্ডের ভোক চার্জিং প্রযুক্তিকে টেক্কা দিতে এই শক্তিশালী প্রযুক্তি নিয়ে আসছে শাওমি।
এছাড়াও এ বছর নতুন বাজেটের স্মার্টফোন ও সেলফিপ্রেমীদের জন্য আরও শক্তিশালী ক্যামেরা ফোন বাজারে নিয়ে আসার ঘোষণা দেয় শাওমি। এর মধ্যে ওয়াই সিরিজের ফ্ল্যাগশিপে বাজারে ছাড়বে ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার শাওমি রেডমি।