শুরু হলো স্যামসাং এজ’ ক্যাম্পাস প্রোগ্রাম

আইসিটি সংবাদ, টেক

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪ডটকম | 2023-08-31 06:04:24

বাস্তবে ব্যবসায়িক সমস্যা এবং তা সামাধানে বিশ্লেষণ, চিন্তার স্পষ্টতা ও উদ্ভাবনী চিন্তা করার প্ল্যাটফর্ম তৈরিতে তরুন প্রজন্ম তৈরি করতে দেশব্যাপি শুরু হয়েছে স্যামসাং এজ’ (এমপাওয়ারিং ড্রিমস অ্যান্ড গেইনিং এক্সপেরিয়েন্স) ক্যাম্পাস প্রোগ্রাম। যাতে বিজয়ীদের জন্য থাকছে ৩ লাখ টাকা মূল্যের উপহার এবং  প্রযুক্তি প্রতিষ্ঠান- স্যামসাংয়ের সঙ্গে কাজ করার সুযোগ। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) স্যামসাং জানায় ইতিমধ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ এই প্রোগ্রামে অংশ নিয়েছে। 

এ প্রতিযোগিতা নিয়ে স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইয়ুন বলেন, মেধাবী তরুণদের মেধার পরিচর্যায় এবং তাদের উদ্ভাবনী মনোভাব তৈরিতে উদ্বুদ্ধ করাকে স্যামসাং সবসময়ই গুরুত্ব দিয়ে বিবেচনা করে। ‘স্যামসাং এজ’ প্রোগ্রাম সেই সুযোগই তৈরি করে দেবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখে আমরা সত্যিই আনন্দিত।”   

এদিকে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য থাকবে স্যামসাংয়ের সকল পণ্য ক্রয়ে ২৯% ডিসকাউন্ট অফার ।

এ সম্পর্কিত আরও খবর