নতুন নতুন প্রযুক্তির উন্নয়নের সঙ্গে গেমিংয়ের জগতে এসেছে ব্যাপক পরিবর্তন। গেমিংয়ের ক্রমবিকাশে টুডি থেকে থ্রিডি, আগমেনটেড রিয়েলিটি এবং বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স প্রযুক্তি চলছে গেমিং প্লাটফর্মে।
আর তারই ধারাবাহিকতায়, ভার্চুয়াল জগতের গেমকে বাস্তবে আরও ফুটিয়ে তুলতে ফেসবুক এবার নিয়ে আসছে বিস্ময় জাগানোর মতো নতুন প্রযুক্তির ব্যবহার। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহারকারীদের অবয়ব থেকে তৈরি করবে গেমের চরিত্র।
ফেসবুক কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) ব্যবহার করে আপনার কাছের বন্ধু, পরিচিতদের চেহারা থেকেই তৈরি হবে গেমের চরিত্র।
এই সিস্টেমকে বলা হচ্ছে ‘পোস টু পোস’ যা রিয়েল ওয়ার্ল্ডের ভিডিও থেকে রেফারেন্স নিয়ে গেমের জন্য চরিত্র তৈরি করবে।
ইতোমধ্যে গবেষকরা একটি টেনিস খেলোয়াড়ের ভিডিও থেকে একজন খেলোয়াড়ের ভিডিওকে রেফারেন্স হিসিবে নিয়ে প্রাথমিকভাবে চরিত্র তৈরি করে সফলতা অর্জন করেছে।
গবেষকরা বলছেন, ‘পোস টু পোস’ সিস্টেম গেমিং এর জগতকে আরো বাস্তব এবং প্রাণবন্ত করতে অগ্রণী ভূমিকা রাখবে।
খবর- হিন্দুস্তান টাইমস