সাশ্রয়ী ডেটা মুডসহ গুগল ক্রোমের নতুন ফিচার

আইসিটি সংবাদ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-08 01:49:23

গুগল ক্রোমের ব্রাউজারের অ্যান্ড্রয়েড ভার্সনের নতুন আপডেটে থাকছে এক্সাইটিং সব ফিচার। ‘সাশ্রয়ী ডেটা’ মুড ফিচারসহ আরও নতুন কিছু আপডেট থাকবে এই ভার্সনে।

এই ‘সাশ্রয়ী ডেটা’ মুড কে বলছে লাইট মুড ফিচার গুগল ক্রোম কর্তৃপক্ষ। ফলে লাইট মুড ব্যবহারে স্বল্প ডেটা খরচ করেই ইন্টারনেট ব্রাউজিং সেবা নিশ্চিত করবে গুগল।

এই ফিচারটি চালু থাকলে, গুগল ক্রোম একটি ওয়েবপেজকে কমপ্রেস করে ব্যবহারকারীর জন্য আগে থেকেই লোড করে রাখে।

গুগল বলছে, লাইট মুড ব্যবহার করে একজন ব্যবহারকারী সর্বোচ্চ ৬০ শতাংশ মোবাইল ডেটা খরচ কমাতে পারবেন। ফলে অযথা ডেটা খরচ কমানো এবং ওয়েব পেজ লোড হতে অনেক কম সময় নেবে বলে দাবি করছে গুগল।

কোন ওয়েব পেজ লোড হতে পাঁচ সেকেন্ডের বেশি সময় নেয় তাহলে গুগল ক্রোম সেই মুহূর্তে ওই পেইজের লাইট ভার্সনটি ডাউনলোড করে নেবে। ফলে মাল্টিটাসকিং ও ইন্টারঅ্যাকটিভ ওয়েবসাইটগুলোর একটি লাইট ভার্সন পাওয়া যাবে ক্রোমে।

এছাড়াও এই লাইট ভার্সনে ক্রোম ব্যবহারকারীর নিরাপত্তা রক্ষার্থে বিশেষভাবে তৈরি করা হয়েছে বলেও জানিয়েছে গুগল।

কোথায় পাবেন লাইট ভার্সন?

এজন্য আপনাকে আপনার ক্রোমের সেটিং-থেকে-লাইট মুড অপশনটি বেছে নিতে হবে।

তবে কেউ যদি ক্রোমে লাইট মুড অপশনটি খুঁজে না পান তাহলে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ক্রোম ব্রাউজার টি আপডেট করে নিলেই হবে।

এ সম্পর্কিত আরও খবর