পছন্দের চাকরি খুঁজুন গুগলের জব সার্চে

বিবিধ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 14:46:41

প্রতিদিন আমরা বিভিন্ন বিষয়ে গুগলে সার্চ করে থাকি। আর চাকরির খবর খুঁজতে গিয়ে হাজারও তথ্যের সমষ্টি দেখে প্রায়ই মাথা ঘুরপাক খায়। এর মধ্যে থেকে কোনটা নিজের জন্য বেছে নিবেন তা মুশকিল হয়ে দাঁড়ায়।

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের অনেকগুলো সেবার মধ্যে ‘জব সার্চ’ বা চাকরি খোঁজার সার্ভিসে মানুষের চাহিদানুযায়ী সেবা দিতে বিশেষ সুবিধার ফিচার যুক্ত করেছে গুগল।

গুগলে ‘কাস্টমার সাপোর্ট জব’ লিখে সার্চ দিলেই ব্যবহারকারীর আশেপাশের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলে আসবে।

আর বিশেষত্ব হচ্ছে ফিল্টারিং ব্যবহার করে নির্দিষ্ট চাকরি খুঁজতে পারবেন। যেমন: কোন বিভাগ বা শহরে, কর্মঘণ্টা কত হবে এবং চাকরি প্রত্যাশীর বাসা থেকে কর্মস্থল এর সঠিক অবস্থান কোথায় হবে ইত্যাদি বিষয় নির্বাচন করে দিয়ে চাকরি খুঁজতে পারবেন।

গুগলের ক্লাউড প্রোডাক্ট ম্যানেজার জেনিফার সু বৃহস্পতিবার (২৫ এপ্রিল) প্রকাশিত এক ব্লগ বিবৃতিতে জানান, ‘বর্তমানে চাকরি প্রত্যাশীরা নিজের পছন্দমত চাকরি খুঁজতে বেশি আগ্রহী। তাই গুগলের জব সার্চ এ বেশকিছু ফিচার আপডেট করা হয়েছে।’

তিনি বলেন, 'চাকরি খোঁজার জন্য যেসকল কি-ওয়ার্ড ব্যবহার করা হয় তা গুগলের জব সার্চ ফাংশনে স্টোরেজ থাকে এবং সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়টি ব্যবহারকারীকে দেখানোর চেষ্টা করে গুগল।'

আর এখন বিশ্বের ১০০ টিরও বেশি ভাষায় চাকরি খোঁজা যাবে গুগল জব সার্চ ব্যবহার করে।

সূত্র: টেকক্রাঞ্চ।

এ সম্পর্কিত আরও খবর