জরুরি নেটওয়ার্ক সেবায় ১০৯০ কলসেন্টার

আইসিটি সংবাদ, টেক

তাসকিন আল আনাস, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪ ডটকম | 2023-08-27 07:30:56

সারাদেশে ফণী মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে বিটিসিএল ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম এবং খুলনায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়।

শুক্রবার (৩ মে) গণমাধ্যমে মন্ত্রণালয় সূত্র জানায়, টেলিটকের ব্যবস্থাপনায় ১০৯০ কলসেন্টার নম্বরটি নিয়ন্ত্রণকক্ষের জন্য সার্বক্ষণিকভাবে কাজ করছে। এই নম্বরে একই সঙ্গে পাঁচ হাজার জন কল করতে সক্ষম হবেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রত্যেককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইতোমধ্যে মগবাজারে বিটিসিএল টেলিকম কার্যালয়ে কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা হতে এটি খুলে দেওয়া হবে। এই সময়ের মধ্যে সব জেলায় কন্ট্রোল রুম স্থাপন করে কেন্দ্রের সঙ্গে সংযুক্ত হতে নির্দেশনা দেওয়া হয়েছে।


নিয়ন্ত্রণকক্ষের অন্য নম্বরগুলো হচ্ছে- ঢাকা: ০২- ৮৩৩২২০০ এবং ৫৮৩১২৩৪৫, খুলনা: ০৪১-৭২৪৯৯৯ এবং চট্টগ্রাম: ০৩১-৬২৭০৫৫।

২৪ ঘণ্টা নিয়ন্ত্রণকক্ষ খোলা থাকবে বলেও নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

এ সম্পর্কিত আরও খবর