বছর পেরিয়ে আবারো শুরু হয়েছে কোটি মুসলমানের বহুল প্রতীক্ষিত সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। আর এ উপলক্ষে দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজ বাংলাদেশ (Daraz.com.bd) আয়োজন করেছে রমজান শপিং ফেস্ট-২০১৯।
রমজান শপিং ফেস্টের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়সহ দৈনিক ফ্ল্যাশ সেল ও আই লাভ ভাউচার, শেক শেক ভাউচার, সুপার ব্যাংক ডে, ডিলস অফ দা ডে এবং আরও অনেক আকর্ষণীয় রমজান অফার।
এছাড়া ক্রেতাদের জন্যে আরও থাকছে টুটি ফ্রুটি, ফ্রুট ক্রাশ, ফিশিং ড্যাজ ও ক্রেজি জাম্প এর মতো মজাদার গেম, যার মাধ্যমে সর্বোচ্চ স্কোর করে গ্রাহকরা জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার।
ক্যাম্পেইনে বাসা বাড়িতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে আকর্ষণীয় মূল্যে।
এছাড়াও মুদি পণ্য কেনাকাটায় থাকছে ফ্রি ডেলিভারির সুবিধা ও বিভিন্ন জায়গায় ইফতার ও সেহেরির জন্য থাকছে রেস্টুরেন্ট ভাউচার।
ক্রেতারা কার্ড সেইভ করে একটি লেনদেনে সর্বোচ্চ পরিমাণে খরচ করার মাধ্যমে সেরা তিন জন জিতে নিতে পারবেন বাম্পার পুরস্কার। আর এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে সর্বোচ্চ ২০ শতাংশ ও সকল ভিসা কার্ডে থাকছে ১৫ শতাংশ মূল্যছাড়।