শেষ দিনে উপচে পড়া ভিড় ডিজিটাল ওয়ার্ল্ডে

, টেক

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-30 09:17:06

পর্দা নামলো দেশের তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে বড় আসর ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭-এর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শনিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আসরের ইতি টানেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আয়োজনের অংশীদার এবং পৃষ্ঠপোষকরা উপস্থিত ছিলেন। গত ৬ ডিসেম্বর সকাল থেকে ‘রেডি ফর টুমরো’ স্লোগানে শুরু হয় ডিজিটাল ওয়ার্ল্ডের পঞ্চম আসর। এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরু থেকেই থেকেই এ মেলা ঘিরে ছিল মানুষের ব্যাপক আগ্রহ। প্রথম দিনে দর্শনার্থীদের সামনে আনা হয় বিশে^র প্রথম নাগরিকত্ব পাওয়া রোবট মানবী সোফিয়া’কে। তাকে এক নজর দেখতে অনুষ্ঠানস্থলে হুমড়ি খেয়ে পড়ে দর্শনার্থীরা। পরের দিন প্রদর্শনীতে হাজির হন দুইবার দ্য একাডেমি অ্যাওয়ার্ড পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক নাফিস বিন জাফর। বিনামূল্যে প্রবেশাধিকার থাকায় এরপর থেকে প্রতিদিনই উপচে পরা ভিড় ছিল দর্শনার্থীদের। মেলার শেষ দিন শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় দর্শকদের ভিড় আরো বেড়ে যায়। যদিও বৃষ্টির কারণে খানিকটা বিড়ম্বনা সহ্য করেই মেলায় আসতে হয় তাদের, তা সত্ত্বেও বিভিন্ন প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও অর্জনবিষয়ক ধারণা নিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মেলায় আসতে পিছুপা হননি। গতকাল মেলায় আসা শিক্ষার্থী এশরাক হোসেন বলেন, ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে সরকারের ভাবনা পুরাটা এখানে জানতে পারলাম। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবায় আমি মুগ্ধ। আগে আমার মনে হতো সরকারি প্রতিষ্ঠান ডিজিটালাইজেশনে পিছিয়ে। আসলে সে ধারণা ভু৬ল। দর্শনাথী ফারিয়া জামান বলেন, দেশে তৈরি নতুন অ্যাপ, উন্নত সফটওয়্যার দেখে আমি অবাক হয়েছি। এগুলো নিয়ে আমাদের জানার আগ্রহ অনেক। কিন্তু সুযোগ ছিল না, যা এই মেলায় পাচ্ছি। তথ্যপ্রযুক্তির এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি বাড়ি একটি খাবার প্রকল্প, তথ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নভোথিয়েটার, ঢাকা ওয়াসা, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। মেলায় বিভিন্ন প্রযুক্তি খাতের বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের সেরা পণ্য প্রদর্শন করে। বিভিন্ন পণ্যে ছাড়ও দেয় মেলা উপলক্ষে। অংশগ্রহণকারী এক প্রতিষ্ঠানের কর্মকতা বলেন, ডিজিটাল ওয়ার্ল্ডের অংশ নিয়ে একদিকে আমাদের পণ্যের প্রচারণা চালাচ্ছি অপর দিকে নতুন প্রজন্মকে প্রযুক্তিপণ্য ব্যবহারে আগ্রহী করে তুলছি। শেষদিনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ‘আইটি ক্যারিয়ার ক্যাম্প’। সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত এ ক্যাম্প চলে দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। এতে প্রচুর শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী অংশ নেয়। এছাড়াও প্রতিদিনের মতো সেমিনার এবং গোলটেবিল বৈঠক চলেছে গতকালও। এগুলো হলো-আইসিটি ক্যারিয়ার ক্যাম্প, দ্য প্রসপেক্ট অ্যান্ড চ্যালেঞ্জ অব ডিজিটাল বাংলাদেশ কারেন্সি ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং ফর ফিউচার, টুমরোস স্কিলস টু গেট রেডি ফর ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভ্যালিউশন, অ্যাপিকটা, অগমেন্ট রিয়ালিটি অ্যান্ড ভার্চুয়াল রিয়েলিটি, ডিজিটাল অপরচুনিটি অর গ্রোথ এবং ইনোভেশন ইন গর্ভনমেন্ট। চার দিনব্যাপী এই আয়োজনে গুগল-নুয়ান্সসহ খ্যাতিমান তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক বক্তা ২৪টির বেশি সেমিনারে অংশ নেয়। এরপর সন্ধ্যায় ‘অ্যাওয়ার্ড নাইট’-এর মধ্যে দিয়ে পর্দা নামে আসরের। মেলায় ডিজিটাল ওয়ার্ল্ডে সফটওয়্যার, ই-গভর্নেন্স এক্সপো, স্টার্টআপ জোন, কিডস জোন, মেড ইন বাংলাদেশ জোন এবং ইন্টারন্যাশনাল জোনে ভাগ করে তথ্যপ্রযুক্তির নানা কিছু দেখানো হয়েছে দর্শনার্থীদের। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে আয়োজন সহযোগী হিসেবে এবারেও ছিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও একসেস টু ইনফরমেশন (এটুআই)। এছাড়া ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭-এর পার্টনার হিসেবে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ), বাংলাদেশ উইমেন ইন আইটি (বিআইডব্লিউটি), সিটিও ফোরাম।

এ সম্পর্কিত আরও খবর