হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হংমেং’

আইসিটি সংবাদ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-10 03:17:39

সম্প্রতি চীনা প্রতিষ্ঠান হুয়াওয়াকে নিষিদ্ধ করার পর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। শুধু তা-ই নয়, প্রযুক্তি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যন্ত্রাংশ যাতে ব্যবহার না করে সেজন্য হুয়াওয়েসহ চীনের ৬৮টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

তবে এ রকম বাণিজ্য যুদ্ধের আভাস আগে থেকেই অনুমান করতে পেরেছিল হুয়াওয়ে। গত মার্চে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ বলেছিলেন, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম চালু করবে। আর এরই মধ্যে হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরি করেছে বলে শোনা যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র হুয়াওয়ে সেন্ট্রালকে জানায়, হুয়াওয়ে নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হংমেং’ তৈরি করেছে, যার উন্নয়ন কাজ শুরু হয় ২০১২ সালে।

সেই সূত্রটি জানায়, এ প্রতিষ্ঠানটি তাদের ফোনগুলোতে এ অপারেটিং সিস্টেম গোপনে ব্যবহার করে আসছে।

তবে, এ সূত্রটি অপারেটিং সিস্টেমের নাম হংমেং কি না তা নিশ্চিত করেনি, এটি একটি কোডনেম বা সাংকেতিক নামও হতে পারে।

রোববার (১৯ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প নিষেধাজ্ঞা জারি করায় হুয়াওয়ের ডিভাইস থেকে গুগলের অপারেটিং সিস্টেম সরিয়ে নেওয়া হবে।

সূত্র: হুয়াওয়ে সেন্ট্রাল

এ সম্পর্কিত আরও খবর