হুয়াওয়েকে বর্জন করবে মাইক্রোসফট?

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 13:24:00

এ যেন একের পর এক ধাক্কা। সম্প্রতি মার্কিন প্রশাসন চীনা প্রতিষ্ঠান হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার পর প্রতিষ্ঠানটির অবস্থা নাজুক হয়ে দাঁড়িয়েছে। গুগল, ইন্টেল, কোয়ালকম, ব্রোডকমের মতো প্রতিষ্ঠানগুলো হুয়াওয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে।

আরও পড়ুন: বাজারে থাকা হুয়াওয়ে ফোনে বন্ধ হবেনা গুগল সেবা

এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে মাইক্রোসফটের নাম। তেমনি এক সংবাদ বিদেশি অনলাইন নিউজ সাইটগুলোতে ভাসছে। মাইক্রোসফটের অনলাইন স্টোর থেকে হুয়াওয়ের ল্যাপটপ মেটবুকএক্স সরিয়ে নিয়েছে। তবে এ বিষয়ে মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠতে হুয়াওয়ের হাতে ৩ মাস সময়

আর অনলাইন নিউজ সাইট দ্যা ভার্জ এর এক প্রতিবেদনে বলছে, মাইক্রোসফট যদি হুয়াওয়েকে বর্জন করে তাহলে মাইক্রোসফটের ‘হাইব্রিড ক্লাউড কম্পিউটিং সফটওয়্যার সল্যুশন’ এ প্রভাব পড়বে। কারণ মাইক্রোসফটের এই হাইব্রিড ক্লাউডটি মাইক্রোসফট এবং হুয়াওয়ে যৌথভাবে পরিচালনা করছে।

আরও পড়ুন: হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হংমেং’

এতকিছু সত্ত্বেও হুয়াওয়ে নিজেদের স্মার্টফোন প্রসেসর এবং অপারেটিং সিস্টেম ডেভেলপ করছে প্রতিষ্ঠানটি। কিন্তু এরকম পরিস্থিতি মোকাবিলায় হুয়াওয়ে আগে থেকেই বিপুল পরিমাণ যন্ত্রাংশ (চীপ) মজুদ করে রেখেছে।

আরও পড়ুন: স্যামসাং এর পৌষ মাস, হুয়াওয়ের সর্বনাশ

এছাড়াও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ছাড়াও হুয়াওয়ে বলছে মাইক্রোসফটের উইন্ডোজ এর বিকল্প চিন্তা করছে প্রতিষ্ঠানটি।

সূত্র: গ্যাজেটস নাও

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সুবিধা দিতে হুয়াওয়ে’র নিষেধাজ্ঞায় শিথিলতা

এ সম্পর্কিত আরও খবর