বৈশ্বিক উষ্ণতা দিন দিন বেড়েই চলেছে। তাই বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোকে চাপ প্রয়োগ অব্যাহত রাখার আহব্বান জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার(২৬ মে) গ্রিনল্যান্ডের ইলুলিসাত শহরে অনুষ্ঠিত ইয়াং গ্লোবাল লিডার ইম্প্যাক্ট এক্সপিডেশন কর্মসূচির অংশ নিয়ে জলবায়ু পরিবর্তন পরিস্থিতি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেন প্রতিমন্ত্রী।
এসময় বিশ্বের আরও ২০ জন ইয়াং গ্লোবাল লিডারসহ হেলিকপ্টারে করে পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আমন্ত্রণে গ্লোবাল ইয়ং লিডারগরা এক্সপেডিশনে অংশ নিয়েছেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডে ধারণার চেয়ে দ্রুত গতিতে বরফ গলছে। এভাবে বরফ গলা অব্যাহত থাকলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উপর পড়বে।
মহাকাশ গবেষণা সংস্থার উদ্ধৃতি দিয়ে পলক বলেন, মহাকাশ গবেষণা বিষয়ক মার্কিন সংস্থা নাসার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে ২০০৩ সালের পর বরফ গলার হার চার গুণ বেড়ে গেছে, যা অতীতে কখনোই ঘটেনি।
এক গবেষণায় দেখা গেছে, ২০১২ সালে গ্রিনল্যান্ডে ৪০ হাজার কোটি টনের বেশি বরফ গলেছে, যা ২০০৩ সালের চেয়ে চার গুণ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি বরফ গলেছে দক্ষিণ গ্রিনল্যান্ডে। এভাবে গ্রিনল্যান্ডের সব বরফ গললে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৩ ফুট পর্যন্ত বেড়ে যাবে যার ফলে বাংলাদেশের মতো উপকূলীয় অঞ্চলগুলোর অনেক অংশ পানির নীচে তলিয়ে যাবে এবং প্রায় ২ কোটি মানুষকে নিরাপদ জায়গায় স্থানান্তর করতে হবে।